ভারত গেছেন শাকিব খান

নিজস্ব প্রতিবেদক
১৬ এপ্রিল ২০২৪

ঈদুল আজহায় মুক্তি পাবে নতুন সিনেমা তুফান। এ  সিনেমার শুটিং করতে ভারত গেছেন ঢাকাই চলচ্চিত্রের তারকা অভিনেতা শাকিব খান। শাকিবের বিপরীতে এ সিনেমায় অভিনয় করবেন ঢালিউডের মাসুমা রহমান নাবিলা টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী।

মারকাট অ্যাকশন ধাঁচের এ সিনেমায় খলনায়ক হিসেবে থাকার কথা রয়েছে ভারতের যিশু সেনগুপ্তের। সিনেমাটি পরিচালনা করছেনপরাণখ্যাত নির্মাতা রায়হান রাফী।  এ সিনেমার মধ্য দিয়ে প্রথমবারের মতো একসাথে কাজ করছেন রায়হান রাফী শাকিব খান।

ভারতের রামুজি ফিল্ম সিটিতে শুরু হচ্ছেতুফানসিনেমার শুটিং। টানা একমাস চলবে শুটিং। তুফানসিনেমা যৌথভাবে প্রযোজনা করছে আলফা আই, ভারতের এসভিএফ এবং চরকি।

 

বিডি২৪অনলাইন/ই/এমকে


মন্তব্য
জেলার খবর