লিটারে ১০ টাকা বাড়ানো হয়েছে ভোজ্য তেলের দাম

নিজস্ব প্রতিবেদক
১৬ এপ্রিল ২০২৪

দেশের বাজারে ভোক্তা পর্যায়ে ভোজ্য তেল সয়াবিনের দাম লিটারে ১০ টাকা বাড়ানো হয়েছে। নতুন দর নির্ধারণ করা হয়েছে ১৭৩ টাকা। এছাড়া ৫ লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ৮৪৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বাণিজ্য মন্ত্রণালয়ে পাঠানো এ সংক্রান্ত চিঠিতে তথ্য জানানো হয়।

চিঠিতে বলা হয়েছে, ভোজ্য তেলের কাঁচামাল আমদানি, উৎপাদন পর্যায় বিষয়ে জারিকৃত গত ফেব্রুয়ারির এসআরও দ্বয়ের মেয়াদ ১৫ এপ্রিল শেষ হচ্ছে। বিধায় আগামী ১৬ এপ্রিল থেকে বাজারে ভোজ্যতেল (পরিশোধিত পাম তেল এবং পরিশোধিত সয়াবিন তেল) সরবরাহে ভ্যাট অব্যাহতি পূর্ববর্তী মূল্যে পণ্য সরবরাহ হবে। ১৬ এপ্রিল থেকেই কার্যকর হবে।

চিঠি বোতলজাত লিটার সয়াবিন তেলের দাম ১৭৩ টাকা, লিটার ৮৪৫ টাকা এবং খোলা লিটার পাম তেলের দাম ১৩২ টাকা নির্ধারণ করা হয়েছে।  এদিকে চিঠির বিষয়ে বাণিজ্য প্রতিমন্ত্রী কিছু জানে না বলে জানিয়েছেন। সাংবাদিকদের তিনি বলেন, চিঠির বিষয়ে আমি কিছুই জানি না। চিঠিও আমি এখনো পাইনি। ভোজ্য তেলের দাম বাড়ানোর সুযোগ নেই বলেও জানান তিনি।

বিডি২৪অনলাইন/ই/এমকে

 


মন্তব্য
জেলার খবর