সাতক্ষীরায় আইনশৃঙ্খলা বিষয়ক সভা

সাতক্ষীরা প্রতিনিধি
১৬ এপ্রিল ২০২৪

সাতক্ষীরায় আইন শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা হয়েছে। মঙ্গলবার (১৬ এপ্রিল) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভাটি হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ন কবিরের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন-  সংসদ সদস্য  আশরাফুজ্জামান আশু, এস.এম আতাউল হক দোলন, লায়লা পারভীন সেজুতি, পুলিশ সুপার মতিউর রহমান সিদ্দিকী, জেলা পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা একে ফজলুল হক প্রমুখ।

সভায়, সম্পত্তি সংক্রান্ত অপরাধ নিয়ন্ত্রণ, সন্ত্রাস নাশকতামূলক কার্যক্রম পর্যালোচনা, মাদকদ্রব্য চোরাচালান নিরোধ, সড়ক দূর্ঘটনা নিয়ন্ত্রণ, মানব পাচার প্রতিরোধ, শিক্ষা প্রতিষ্ঠানের শৃঙ্খলা, সড়কের শৃঙ্খলা ইত্যাদি বিষয়ে আলোচনা  হয়।

 

 

বিডি২৪অনলাইন/কিশোর কুমার/সি/এমকে


মন্তব্য
জেলার খবর