স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনের বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে ব্যয় নির্বাহে সারাদেশে ১
কোটি ২৮ লাখ টাকা বরাদ্দ দিয়েছে সরকার । ৯টি শর্ত মানলে এই অর্থ ব্যয় করা যাবে,
ব্যয় হবে জেলা প্রশাসকদের মাধ্যমে। প্রতি জেলা প্রশাসকের জন্য বরাদ্দ দুই লাখ টাকা।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সূত্র গণমাধ্যমকে এই তথ্য জানায়।
রোববার (২১ মার্চ) মন্ত্রণালয়ের উপসচিব দেবাশীষ নাগ স্বাক্ষরিত এই সংক্রান্ত আদেশ সব
জেলা প্রশাসকের কাছে পাঠানো হয়েছে। আদেশে বলা হয়েছে- এই অর্থ অন্য খাতে ব্যয় করা
যাবে না। অগ্রিম অর্থ ব্যয়ের ক্ষেত্রে ‘দি পাবলিক প্রকিউরমেন্ট অ্যাক্ট-২০০৬’ এবং ‘দি পাবলিক
প্রকিউরমেন্ট রুলস- ২০০৮’ অনুসরণ করতে হবে। খরচ না হওয়া টাকা ৩০ জুনের মধ্যে সমর্পণ
করতে হবে। এই বরাদ্দ দিয়ে কোনও বকেয়া বিল পরিশোধ করা যাবে না। এর বেশি অর্থ দাবিও
করা যাবে না।
এমকে