বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের জন্য স্পিন বোলিংয়ে কোচ হিসেবে পাকিস্তানের সাবেক লেগ স্পিনার মুশতাক আহমেদকে নিয়োগ দেওয়া হয়েছে। ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রস্তুতি ক্যাম্পের আগেই যোগ দেবেন তিনি। আগামী জুনে অনুষ্ঠেয় আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত টাইগারদের প্রশিক্ষণ দেবেন ৫৩ বছর বয়সী মুশতাক। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
ক্রিকেটে নিজের ক্যারিয়ার শেষে কোচের দায়িত্ব ঘাড়ে তুল নেন মুশতাক। ২০০৮ থেকে ২০১৪ সাল পর্যন্ত ইংল্যান্ড, ২০১৮-১৯ সালে ওয়েস্ট ইন্ডিজ এবং সবশেষ ২০২০-২২ সালে পাকিস্তান দলে স্পিন বোলিং কোচ ছিলেন তিনি। মাঝে ২০১৪ থেকে ২০১৬ পর্যন্ত পাকিস্তান দলের বোলিং পরামর্শক হিসেবে দায়িত্ব পালন করেন।
১৯৮৯ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় মুশতাকের। পাকিস্তানের হয়ে ১৪ বছরে মোট ৫২টি টেস্ট ও ১৪৪টি ওয়ানডে খেলেছেন তিনি। টেস্টে ১৮৫ ও ওয়ানডেতে ১৬১টি উইকেট শিকার করেন। ১৯৯২ সালে ওয়ানডে বিশ্বকাপ জয়ী পাকিস্তান দলের সদস্য ছিলেন মুশতাক।
বিডি২৪অনলাইন/এস/এমকে