পাবনার ভাঙ্গুড়ায় দৈনিক খোলা কাগজের উপজেলা প্রতিনিধি মানিক হোসেনকে (৩৯) বেদম পিটিয়েছে দুর্বৃত্তরা। এতে তার বাম পা ভেঙে গেছে। এ সময় তার মোটরসাইকেল ও মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়েছে। বর্তমানে পাবনা জেনারেল হাসপাতালে তার চিকিৎসা চলছে।
মঙ্গলবার (১৬ এপ্রিল) উপজেলার পুঁইবিল গ্রামে এ ঘটনা ঘটে। ওই এলাকা দিয়ে একাই যাচ্ছিলেন তিনি।
মানিক হোসেন ভাঙ্গুড়া প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক। ভুক্তভোগী মানিক হোসেন জানান, ভেজাল দুধ তৈরির সংবাদ প্রকাশের কারণে তার ওপর পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ইকরামুন নাহার শেলী জানান, মানিকের বাম পায়ের হাড় ভেঙে গেছে। উন্নত চিকিৎসার জন্য তাকে পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.নাজমুল হক বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিডি২৪অনলাইন/ফারুক/সি/এমকে