বাংলাবান্ধা স্থলবন্দরে তিনদিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি

পঞ্চগড় প্রতিনিধি
১৭ এপ্রিল ২০২৪

পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরে আমদানি-রফতানিসহ চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী সব যাত্রী পারাপার ৩দিন বন্ধ থাকবে। ভারতে লোকসভা নির্বাচনের কারণে এ সিদ্ধান্ত হয়েছে।

ভারতের পশ্চিম বঙ্গের জলপাইগুড়ি জেলা ম্যাজিস্ট্রেট শামা পারভীন (আইএএস) স্বাক্ষরিত চিঠিতে বিষয়টি জানানো হয়েছে। চিঠিতে বলা হয়েছে- ১৭ থেকে ১৯ এপ্রিল ভারতের লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ হওয়ার কারণে স্থলবন্দর দিয়ে আমদানি রফতানি বন্ধের সিদ্ধান্ত হয়েছে।

এদিকে বাংলাবান্ধা স্থলবন্দর ল্যান্ডপোর্টের ইনচার্জ আবুল কালাম আজাদ বন্দর দিয়ে দুই দেশের মাঝে সব ধরনের বাণিজ্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। তবে বন্দর অফিস যথারীতি খোলা থাকবে। ২০ এপ্রিল থেকে স্থলবন্দর দিয়ে পুনরায় আমদানি- রফতানি কার্যক্রম শুরু হবে।

 

 

বিডি২৪অনলাইন/সম্রাট হোসাইন/সি/এমকে


মন্তব্য
জেলার খবর