গুরুদাসপুরে প্রাণিসম্পদ প্রদর্শনী

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
১৮ এপ্রিল ২০২৪

নাটোরের গুরুদাসপুর উপজেলা প্রানিসম্পদ কার্যালয় চত্বরে প্রাণিসম্পদ প্রদর্শনী হয়েছে। প্রাণিসম্পদ ডেইরি উন্নয়ন (এলডিডিপি) প্রকল্পের অর্থায়নে বৃহস্পতিবার (১৮ এপ্রিল) দিনব্যাপী প্রদর্শনীর আয়োজন করে উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর ভেটেরিনারি হাসপাতাল।

প্রদর্শনীতে ৩ ক্যাটাগরিতে ৪০টি ষ্টলে উন্নত জাতের গরু, মহিষ, ছাগল-ভেড়া, দুম্বা,কবুতর, খরগোশ, পাখি, হাঁস-মুরগীসহ গৃহপালিত পশু-পাখি ছিল।

এদিন ফিতা কেটে প্রদর্শনীর উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য সিদ্দিকুর রহমান পাটোয়ারী। পরে উপজেলা চেয়ারম্যান আনোয়ার হোসেন, ভাইস চেয়ারম্যান আলাল শেখ, মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা আক্তার, উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা আক্তার, পৌর মেয়র শাহনেওয়াজ আলী,ইউপি চেয়ারম্যান আব্দুল বারী আয়ুব আলীসহ অতিথিরা বিভিন্ন স্টল ঘুরে দেখেন।

এ সময় সংসদ সদস্য সিদ্দিকুর রহমান পাটোয়ারী বেকার যুবকদের চাকরির পিছনে না ঘুরে গবাদি পশু-পাখি পালনের তাগিদ দেন। এর মাধ্যমে সফল উদ্যোক্তা হওয়ার আহ্বান জানান। এ ক্ষেত্রে সরকার তাদের আর্থিক বিষয়ে সহযোগিতা করবে বলেও জানান তিনি।

প্রাণি সম্পদ কর্মকর্তা আলমগীর হোসেন জানান, উৎপাদন বৃদ্ধির মাধ্যমে নিরাপদ আমিষ সরবারহ নিশ্চিত করা, দুধ, ডিম, মাংস, দুগ্ধজাত পণ্যের বাজার সৃষ্টিকরা,পশু পাখি পালনে আধুনিক ব্যবস্থাপনা ছোট খামারিদের প্রতিকুল পরিবেশ মোকাবেলা করার বিভিন্ন পরামর্শ দেওয়া হয়েছে প্রদর্শনীর মাধ্যমে। প্রদর্শনী শেষে সেরা খামারিকে পুরস্কৃত অন্যান্য খামারিদের নগদ অর্থ দেওয়া হবে।

 

বিডি২৪অনলাইন/সাজেদুর রহমান সাজ্জাদ/সি/এমকে

 

 


মন্তব্য
জেলার খবর