সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটা থেকে হারান ঘোষ (৬৫) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) বিকালে কুমিরা ইউনিয়নের বকশিয়া এলাকার মোজাম সরদারের মোল্লা ব্রিকস থেকে লাশটি উদ্ধার করা হয়। হারান ঘোষ তালা উপজেলার তেতুলিয়া ইউনিয়নের তেরছী গ্রামের বাসিন্দা।
কুমিরা ইউপি চেয়ারম্যান আজিজুল ইসলাম জানান, বিকাল চারটার দিকে স্থানীয় কিছু লোক ওই ইটভাটায় লাশটি দেখতে পেয়ে পুলিশকে জানায়।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ বলেন, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলেছে। ধারণা করা হচ্ছে, তিনি বিষাক্ত কিছু খেয়ে আত্মহত্যা করেছেন। ময়না তদন্তের পরে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
বিডি২৪অনলাইন/কিশোর কুমার/সি/এমকে