নতুন দরে সোনার ভ‌রি‌ ১ লাখ ১৯ হাজার ৬৩৮ টাকা

নিজস্ব প্রতিবেদক
১৮ এপ্রিল ২০২৪

দেশের বাজারে আবারো সোনার দাম বাড়ানো হয়েছে, ভরিতে সর্বোচ্চ বাড়ানো হয়েছে  হাজার ৬৫ টাকা। নতুন দরে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম লাখ ১৯ হাজার ৬৩৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার দাম বাড়ানোর তথ্য জানায়। এতে বলা হয় বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই নতুন দর কার্যকর হবে। নতুন দরে নির্ধারিত সোনার দাম দেশের বাজারে  এ পর্যন্ত সর্বোচ্চ।

নতুন দাম অনুযায়ী, প্রতি ভরি সোনার দাম ২১ ক্যারেট লাখ ১৪ হাজার ২০২ টাকা, ১৮ ক্যারেট ৯৭ হাজার ৮৮৪ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে কমানো হয়েছে সনাতন পদ্ধতির সোনার দাম, নতুন দর ভরি প্রতি ৭৮ হাজার ৮০২ টাকা। দাম কমানোর আগের দর ছিল ৮০  হাজার ১৯০ টাকা।

স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম বেড়ে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছে বাজুস।

 

বিডি২৪অনলাইন/ই/এমকে


মন্তব্য
জেলার খবর