লেনদেন বেড়েছে ৭৭ কোটির বেশি টাকা

২৩ মার্চ ২০২১

আগের কার্যদিবসের তুলনায় সোমবার (২২ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন
বেড়েছে ৭৭ কোটির বেশি টাকা । একই সঙ্গে সিংহভাগ শেয়ারের দর বাড়ায় উত্থান হয়েছে
সব সূচকের।শেয়ার লেনদেন হয়েছে ৩৫২টি কোম্পানির। দর বেড়েছে ১৮৮টির, কমেছে
৫৬টির এবং বাকি ১০৮টির দর অপরিবর্তিত ছিল।
সোমবার ডিএসইতে লেনদেন হয় ৬৯৩ কোটি ১৭ লাখ ৫ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল
ফান্ডের ইউনিট। রোববার এই লেনদেনের পরিমাণ ছিল ৬১৫ কোটি ৯৭ লাখ ৫২ হাজার
টাকা। সেই হিসাবে লেনদেন বেড়েছে ৭৭ কোটি ১৯ লাখ ৫৩ হাজার টাকা। এই দিন ২১ কোটি
২৭ লাখ ৯৩ হাজার ৭৬৬টি শেয়ার এক লাখ ৫৯ হাজার ৫১৫ বার হাতবদল হয়। শুরুতে পতন
দেখা গেলেও বেলা সাড়ে ১১টা থেকে শেষ পর্যন্ত উত্থানের চিত্র দেখা গেছে লেনদেনে।
প্রধান সূচক ডিএসইএক্স ৬২ দশমিক ৪১ পয়েন্ট বেড়ে পাঁচ হাজার ৪১২ দশমিক ১৯ পয়েন্টে
পৌঁছায়। ডিএসইএস সূচক ৯ দশমিক ৪৬ পয়েন্ট বেড়ে এক হাজার ২৩৫ দশমিক ৯৪ পয়েন্টে
অবস্থান করে। আর ডিএস৩০ সূচক ৩২ দশমিক ২৮ পয়েন্ট বেড়ে দুই হাজার ৬৬ দশমিক ৮৬
পয়েন্টে স্থির হয়। বাজার মূলধন ৭ হাজার ৭০০ কোটি ৯৮ লাখ ৪৩ হাজার টাকা বেড়ে দাঁড়ায়
চার লাখ ৭২ হাজার ৩০১ কোটি ৭০ লাখ ৭৮ হাজার টাকায়। টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে থাকে
বাংলাদেশ এক্সপোর্ট-ইমপোর্ট কোম্পানি লিমিটেড (বেক্সিমকো)। ৩২ শতাংশ বেড়ে দর বৃদ্ধির শীর্ষে
ছিল এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেড।
এমকে


মন্তব্য
জেলার খবর