নকলায় ভাবির লাঠির আঘাতে দেবরের মৃত্যু

রেজাউল হাসান. নকলা (শেরপুর) প্রতিনিধি
১৯ এপ্রিল ২০২৪

শেরপুর জেলার নকলা উপজেলায় ভাবির লাঠির আঘাতে মুরাদ (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।  শুক্রবার (১৯ এপ্রিল ) সকালে ৭নং টালকি ইউনিয়নের পূর্ব টালকি গ্রামে ঘটনা ঘটে। 

জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে বাকবিতন্ডার একপর্যায়ে দেবরের মাথায় বাঁশের লাঠি দিয়ে আঘাত করেন ভাবি।

মুরাদ  নকলা  উপজেলার টালকি গ্রামের মৃত রহিম মাস্টারের  ছেলে। পেশায় একজন  নিরাপত্তা কর্মী। ঢাকার একটি বাসা দেখভাল করে সংসার চালাতেন তিনি

স্থানীয় বাসিন্দা পুলিশ জানায়,  মুরাদের সঙ্গে তার বড় ভাইয়ের স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে বাড়ির রাস্তার  জায়গা নিয়ে বিরোধ চলছিল। শুক্রবার সকালে মুরাদ ঢাকা থেকে আসতে না আসতেই দেবর-ভাবীর মধ্যে বাকবিতন্ডা শুরু হয়। এ সময় তার মাথায় ভাবী বাঁশের লাঠি দিয়ে আঘাত করলে তিনি মাঠিতে পড়ে যান ও অসুস্থ হয়ে পড়েন। সেখান থেকে  সদর হাসপাতালে নেওয়ার সময় পথে তার মৃত্যু হয়।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাদের মিয়া  বলেন, লাশ  উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরপুর মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় মামলা আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

বিডি২৪অনলাইন/সি/এমকে


মন্তব্য
জেলার খবর