পাবনার ভাঙ্গুড়ায় গাছের গুঁড়িতে চাপা পড়ে আমির হামজা (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৯ এপ্রিল) বিকালের দিকে কৈডাঙ্গা চরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
আমির হামজা ওই গ্রামের আসাদুল ইসলামের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, আমির হামজার বাবাসহ কয়েকজন গাছের গুঁড়ি গড়িয়ে রাস্তায় আনছিলেন। এ সময় গাছের গুঁড়িতে চাপা লেগে মারাত্মক আহত হয় সে। সেখান থেকে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।
ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর চিকিৎসক ডা. বৃষ্টি আক্তার বলেন, মৃত অবস্থায় শিশুটিকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। এ সময় তার নাক দিয়ে রক্ত ঝরছিল।আঘাতপ্রাপ্ত হয়ে শিশুটির মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হক বলেন, এভাবে কারো মৃত্যুর বিষটি তার জানা নেই। তিনি খোঁজ-খবর নিয়ে দেখবেন।
বিডি২৪অনলাইন/মনিরুজ্জামান/সি/এমকে