মন্তব্য
সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের নোটাবেকী এলাকায় বাঘের আক্রমণে মনিরুজ্জামান বাচ্চু নামে এক মৌয়াল মারা গেছেন। শনিবার (২০ এপ্রিল) জেলার শ্যামনগর উপজেলায় এ ঘটনা ঘটে।
মনিরুজ্জামান বাচ্চু শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের মৃত আবুল কাসেম গাজীর ছেলে।
বন বিভাগের সাতক্ষীরা রেঞ্জের সহকারি কর্মকর্তা নুরে আলম জানান, মনিরুজ্জামান গত ২ এপ্রিল মধু আহরণের জন্য সুন্দরবনে যান। শনিবার সকালে তিনি নোটাবেকী এলাকায় মধু সংগ্রহ করছিলেন। এ সময় হঠাৎ একটি বাঘ আক্রমন করে তাকে গহীন বনে নিয়ে যেতে থাকলে তার সহকর্মীরা লাটি-সোটা নিয়ে হামলা চালিয়ে বাঘের মুখ থেকে তাকে ছিনিয়ে নেয়। পরে মনিরুজ্জামানের কাছে গিয়ে দেখেন, তিনি মারা গেছে।
বিডি২৪অনলাইন/কিশোর কুমার/সি/এমকে