কমানো হয়েছে সোনার দাম

নিজস্ব প্রতিবেদক
২০ এপ্রিল ২০২৪

দেশের বাজারে সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে জুয়েলারি ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। চলতি এপ্রিল মাসে তিন দফায় সোনার রেকর্ড দাম বাড়ানোর পর দাম কমানোর ঘোষণা দিয়েছে সংগঠনটি। নতুন দর শনিবার (২০ এপ্রিল) বিকাল সাড়ে তিনটা থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

নতুন দর অনুযায়ী, সোনার ভরি ২২ ক্যারেট লাখ ১৮ হাজার ৭৯৮ টাকা, ২১ ক্যারেট লাখ ১৩ হাজার ৩৯৭ টাকা, ১৮ ক্যারেট ৯৭ হাজার ১৯৭ টাকা এবং সনাতন পদ্ধতির ক্ষেত্রে ৭৮ হাজার ২৪২ টাকা নির্ধারণ করা হয়েছে।

তবে সোনার দাম বাড়নো লেও অপরিবর্তিত রাখা হয়েছে রুপার দাম। বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম কিছুটা যাওয়ার পরিপ্রেক্ষিতে সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

 

বিডি২৪অনলাইন/ই/এমকে


মন্তব্য
জেলার খবর