মন্তব্য
পাবনার আটঘরিয়ায় অস্ত্র ও গুলিসহ আরিফুল ইসলাম জয় (২০) নামে এক যুবককে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। শনিবার (২০ এপ্রিল ) রাতে দেবোত্তর ইউনিয়নের সিংগরিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
আরিফুল ইসলাম জয় দেবোত্তর ইউনিয়নের চাঁদপুর গ্রামের মো. ইয়াকুর আলী ব্যাপারীর ছেলে। জেলা গোয়েন্দা পুলিশের এসআই বেনু রায় জানান, গোপন সংবাদের ভিত্তিতে সিংহরিয়া গ্রামে অভিযানে যায় গোয়েন্দা পুলিশ। এ সময় তল্লাশি চালিয়ে আরিফুল ইসলামের কাছ থেকে একটি ওয়ান সুটার গান, ৩ রাউন্ড গুলি পাওয়া যায়। এ ঘটনায় আটঘরিয়া থানায় অস্ত্র আইনে একটি মামলা হয়েছে।
আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাদিউল ইসলাম জানান, আসামিকে রোববার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
বিডি২৪অনলাইন/এএইচ/সি/এমকে