দাম বাড়ানো আর কমানোর মধ্যে আছে দেশের সোনার বাজার। এতে ভোক্তা ও ক্ষুদ্র ব্যবসায়ীরা বিপাকে পড়েছেন। সবশেষ রোববার (২১ এপ্রিল) আবার সোনার দাম বাড়ানোর ঘোষণা দেওয়া হয়েছে। এর আগের দিন শনিবার দাম কমানোর ঘোষণা দেওয়া হয়েছিল। হ্রাস পাওয়া দাম শনিবার বিকাল থেকেই কার্যকরের কথা বলা হয়।
জুয়েলারি ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) বরাবরই এ দর নির্ধারণ ও ঘোষণা দিয়ে আসছে। রোববার ঘোষিত নতুন দরে সোনার ভরি ২২ ক্যারেট ১ লাখ ১৯ হাজার ৪২৮ টাকা, ২১ ক্যারেট ১ লাখ ১৪ হাজার ৪ টাকা, ১৮ ক্যারেট ৯৭ হাজার ৭০৯ টাকা এবং সনাতন পদ্ধতির ক্ষেত্রে ৭৮ হাজার ৬৬২ টাকা নির্ধারণ করা হয়েছে।
চলতি এপ্রিল মাসে তিন দফায় দাম বাড়ানো ও মাত্র একবার দাম কমানো হয় সোনার। তিন দফায় বাড়ানো হয় ৪ হাজার ৫৬০ টাকা। বিপরীতে কমানো হয় মাত্র ৮৪০ টাকা। দাম কমানোর পরদিনই আবার দাম বাড়ানোর ঘোষণা দেওয়া হলো।
নতুন দাম বাড়ানোর ঘোষণায় বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম বেড়ে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে। রোববার বিকাল থেকেই নতুন দাম কার্যকর হবে।
বিডি২৪অনলাইন/ই/এমকে