চাটমোহরে হিটস্ট্রোকে কৃষকের মৃত্যু

চাটমোহর (পাবনা) প্রতিনিধি
২১ এপ্রিল ২০২৪

পাবনার চাটমোহরে  নিজের ভুট্টার জমিতে কাজ করার সময় আলাউদ্দিন আলাল নামের এক কৃষক হঠাৎ অসুস্থ হওয়ার পরে মারা গেছেন। ধারণা করা হচ্ছে, তিনি হিটস্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন। রোববার (২১ এপ্রিল) সকাল দশটার দিকে মূলগ্রাম ইউনিয়নের নেউতিগাছা  গ্রামে এ ঘটনা ঘটে। আলাউদ্দিন আলাল ওই গ্রামের ইউসুফ আলী ছেলে।

জানা গেছে, আলালকে তার জমিতে পড়ে থাকতে দেখেন একই গ্রামের বাসিন্দা মজিবুর রহমান। তিনি ঘটনাটি তাৎক্ষণিক ভুক্তভোগীর পরিবারকে জানান। এরপর অসুস্থ আলালের মাথায় পানি ঢালা হয় ও সেখান থেকে তাকে তড়িঘরি করে আটঘরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে দ্রুত পাবনা সদর হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন চিকিৎসক। পাবনা সদর হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মুজিবুর রহমান ঘাস কাটার জন্য ওই মাঠে গিয়েছিলেন।

প্রসঙ্গত, কয়েকদিন ধরে রাজশাহী ও পাবনা অঞ্চলে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আবহাওয়ার এমন পরিস্থিতিতে অপ্রয়োজনে কাঠ ফাটা রোদে না যাওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। স্বাভাবিক পানি বেশি বেশি পানের পরামর্শ দেওয়া হয়েছে ।

 

বিডি২৪অনলাইন/সি/এমকে

 


মন্তব্য
জেলার খবর