নওগাঁর ধামইরহাটে টাকার বিনিময়ে কম্পিউটারের দোকানে নিষিদ্ধ পর্নোগ্রাফি সরবরাহ করা হচ্ছে। এতে উঠতি বয়সী ছেলেদের মূল্যবোধের অবক্ষয় ঘটছে। এদিকে পর্নোগ্রাফি সংরক্ষণ ও বিক্রয়ের সঙ্গে জড়িত তিনজনকে আটক করেছে র্যাব-৫।
এ তিনজন হচ্ছে- ধামইরহাট উপজেলার আওয়ালদিঘী গ্রামের রায়হান কবীরের ছেলে মাসুদ রানা ও একই গ্রামের মৃত তমিজ উদ্দিনের ছেলে আতোয়ার হোসেন এবং উত্তর কাশিপুর গ্রামের নুর ইসলামের ছেলে নুরুজ্জামান।
রোববার (২১ এপ্রিল) র্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে তাদের আটকের তথ্য নিশ্চিত করা হয়। র্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার রাতে তাদের একটি দল ধামইরহাটের আগ্রাদিগুন বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় ওই তিনজনের দোকানে নিজস্ব কম্পিউটারে অশ্লীল সিনেমা ও গানের ভিডিও ক্লিপ পাওয়া যায়। এরপর তাদের আটক করা হয়।
তারা টাকার বিনিময়ে বিভিন্ন ইলেকট্রিক ডিভাইসের মাধ্যমে স্থানীয় জনসাধারণ, যুবক, কিশোর ও স্কুল পডুয়া ছাত্রদের কাছে পর্নোগ্রাফি ভিডিও সরবরাহ করতো বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়। আটককৃতদের পরে ধামইরহাট থানায় হস্তান্তর করা হয়েছে।
বিডি২৪অনলাইন/সি/এমকে