চট্টগ্রাম সংবাদদাতাঃ
কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা শিবিরে অগ্নিকাণ্ডের ঘটনায় আরও চার জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এনিয়ে এই দূর্ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ১১ জনে। এদিকে এই দূর্ঘটনায় সরকারের পক্ষ থেকে একটি শক্তিশালী তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সোমবার (২২ মার্চ) বিকালে এই ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
মঙ্গলবার (২৩ মার্চ) কক্সবাজারে এক সংবাদ সম্মেলনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. মোহসীন জানান, সকালে দুই শিশু, দুই নারীসহ সাত জনের মরদেহ উদ্ধার করা হয়। এরপর সেখান থেকে আরও চার জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এদিকে মঙ্গলবার ঘটনাস্থল পরিদর্শন করেছেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন।
কক্সবাজার জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ জানান, অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখার পাশাপাশি ক্ষয়ক্ষতি নিরূপণে সাত সদস্যের একটি তদন্ত কমিটি করেছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার শাহ রেজওয়ান হায়াত এই কমিটির নেতৃত্ব দেবেন।
জানা গেছে, বিকাল ৩টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। ৮, ৯, ১০ ও ১১ নম্বর ক্যাম্পে আগুন ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, পুলিশ ও এপিবিএন সদস্যরা পাঁচ ঘণ্টার বেশি সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কক্সবাজার ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার শাহদাত হোসেন বলেছেন, অগ্নিকাণ্ডে ক্যাম্পের প্রায় দশ হাজার ঘর পুড়ে গেছে।
অন্যদিকে কক্সবাজারের সিনিয়র সাংবাদিক শাহাজাহান চৌধুরী জানান, দূর্ঘটনার পর ক্ষতিগ্রস্থরা খোলা আকাশের নীচে বসবাস করছেন। তাদের জমানো সবকিছু আগুনে পুড়ে গেছে।
ডিকেটি/এমকে