নকলায় উপজেলা পরিষদ নির্বাচনে ১৫ মনোনয়নপত্র দাখিল

রেজাউল হাসান. নকলা (শেরপুর) প্রতিনিধি
২১ এপ্রিল ২০২৪

৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে শেরপুরের নকলা উপজেলায় মোট ১৫ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে ৬জন আছেন চেয়ারম্যান পদের প্রার্থী। বাকিদের মধ্যে ৫জন ভাইস চেয়ারম্যান ও ৪ জন মহিলা ভাইস চেয়ারম্যানের প্রার্থী।

রোববার (২১ এপ্রিল) মনোয়নপত্র দাখিলের শেষ দিনে এ তথ্য জানা গেছে। রোববার সকালেই তারা মনোনয়নপত্র দাখিল করেছেন বলে নির্বাচন অফিস সূত্রে জানা গেছে।

চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করা ৬জন হলেন- নকলা পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান এ.কে.এম.মাহবুবুল আলম,  বর্তমান ভাইস চেয়ারম্যান মুহাম্মদ সারোয়ার আলম তালুকদার, বিএনপির সমর্থক মো. মোকশেদুল হক, নকলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম জিন্নাহ, বিএনপির সমর্থক রাব্বে নূর চৌধুরী ও বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন

ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন- নকলা উপজেলা ছাত্রলীগের সভাপতি আবু হামজা কনক, আওয়ামী লীগ নেতা বেলায়েত হোসেন আকন্দ,  বিএনপির সমর্থক মো. মামুন হোসেন ও মো. রেজাউল করিম এবং আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও নকলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন সরকার।

মহিলা ভাইস চেয়ারম্যান  পদে মনোনয়নপত্র দাখিল করেছেন- ৪নং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের স্ত্রী  আলেয়া পারভিন, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. কহিনুর বেগম, বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. ফরিদা ইয়াসমিন  ও লাকী আক্তার নামের এক নারী।

 

বিডি২৪অনলাইন/সি/এমকে


মন্তব্য
জেলার খবর