নকলায় কৃষকের সঙ্গে মতবিনিময় ও বিনামূল্যে বীজ বিতরণ

নকলা (শেরপুর) প্রতিনিধি
২২ এপ্রিল ২০২৪

শেরপুরের নকলায় ক্লাস্টার ভিত্তিক আউশ ধানের আবাদ বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের সঙ্গে মতবিনিময় সভা ও বিনামূল্যে বীজ বিতরণ করা হয়েছে।  সোমবার (২২ এপ্রিল) সকালে কুর্শা মহল্লায় এ সভা হয়।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ . সুকল্প দাসের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য দেন- কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ময়মনসিংহ অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ আবু মো. এনায়েত উল্লাহ, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) কৃষিবিদ হুমায়ুন কবীর, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি খাদ্য জোরদারকরণ প্রকল্পের আঞ্চলিক সমন্বয়ক কৃষিবিদ আব্দুল্লাহ আল মামুন, উপজেলা কৃষক লীগের আহবায়ক আব্দুল মুন্নাফ খান, যুগ্ম আহবায়ক সাহাব উদ্দিন প্রমুখ। এর আগে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহরিয়ার মোরসালিন মেহেদী।

মতবিনিময় সভা শেষে স্থানীয় ১শ’ কৃষককে বিনামূল্যে কেজি হারে আউশ ধানের বীজ দেওয়া হয়।

 

বিডি২৪অনলাইন/রেজাউল হাসান/সি/এমকে


মন্তব্য
জেলার খবর