জাতীয় দলের জন্য পাকিস্তানি বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান মহসিন শেখ-কে পারফরম্যান্স অ্যানালিস্ট হিসেবে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দুই বছরের জন্য নিয়োগ পাওয়া মহসিন শেখ আসন্ন জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের আগে দলের সাথে যোগ দেবেন। বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে।
এর আগে ২০২৩ সালে ডিসেম্বরে নিউজিল্যান্ড সিরিজে বাংলাদেশ দলের পারফরম্যান্স অ্যানালিস্ট হিসেবে দায়িত্ব পালন করেন মহসিন শেখ। আফগানিস্তান জাতীয় ক্রিকেট দলের পক্ষে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার ঝুলিতে। পাকিস্তান ক্রিকেট বোর্ড ও ক্রিকেট অস্ট্রেলিয়ার হয়েও কাজ করেছেন তিনি।
এর বাইরে বিপিএল (বাংলাদেশ প্রিমিয়ার লিগ), আইপিএল (ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ), পিএসএল (পাকিস্তান সুপার লিগ) ও বিগ ব্যাশ লিগেও (বিবিএল) কাজ করেছেন মহসিন শেখ।
ভারত বছরের বিশ্বকাপের পর থেকে স্থায়ী কোনো অ্যানালিস্ট ছিল না বাংলাদেশ ক্রিকেট দলের। সর্বশেষ ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে সাবেক ক্রিকেটার নাসির আহমেদ অ্যানালিস্ট হিসেবে দায়িত্ব পালন করেন।
বিডি২৪অনলাইন/এস/এমকে