টিকা নিলে রোজা ভাঙবে না

২৪ মার্চ ২০২১

রোজা রেখে করোনার টিকা গ্রহণ করলে রোজা ভাঙবে না। কারণ এই টিকা খাবার বা পানীয় হিসেবে কাজ করে না।

সৌদি আরবের গ্র্যান্ড মুফতি ও কাউন্সিল অব সিনিয়র স্কলারসের প্রধান শায়খ আবদুল আজিজ বিন আবদুল্লাহ আলে শায়খ এক বিবৃতিতে এসব কথা বলেছেন।

তিনি বলেন,  এটি মূলত একটি প্রতিষেধক। করোনা মহামারির জীবাণু প্রতিরোধ করতে দেহে সুঁচের সাহায্যে এ টিকা প্রয়োগ করা হয়।

আরব নিউজ


মন্তব্য
জেলার খবর