সারাদেশে চলমান হাঁসফাঁস গরমে কুয়াশায় ঢাকা পড়েছে পঞ্চগড়!

পঞ্চগড় প্রতিনিধি
২৩ এপ্রিল ২০২৪

সোমবার (২২ এপ্রিল) পঞ্চগড় জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ ডিগ্রি সেলসিয়াস। অথচ মঙ্গলবার (২৩ এপ্রিল) ভোরটা জেলার বিভিন্ন এলাকা ঢাকা পড়ে কুয়াশায়। কুয়াশার কারণে যানবাহন চলাচল বিঘ্নিত হয়। তবে বেলা বাড়ার সাথে সাথে সেই কুয়াশা হারিয়ে যায়। এ দিন সকাল টায় সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছিল ২১ দশমিক ডিগ্রি সেলসিয়াস।

জানা যায়, সোমবার রাত যতো গভীর হচ্ছিল, ততই জেলার বিভিন্ন এলাকায় কুয়াশায় ঢেকে যাচ্ছিল। অথচ গত কয়েকদিন দাপদাহ ছিল। গরমে গা থেকে ঝরছে পানি, দিনের তীব্র গরমের পাশাপাশি রাতেও ছিল ভ্যাপসা গরম। অথচ সেই পরিস্থিতি কাটিয়ে মঙ্গলবার ভোরে ঠান্ডা অনুভূত হয়েছে। এর আগে আবহাওয়ার এমন আচরণ দেখা যায়নি বলে জানিয়েছেন অনেকেই।

মঙ্গলবার সকালে ব্যারিস্টার এলাকার ট্রাকচালক বাবু বলেন, তেঁতুলিয়া যাচ্ছি পাথর আনতে। সকালে হঠাৎ কুয়াশা পড়ায় গাড়ি চালানো কষ্টকর হয়ে পড়েছে। ঘন কুয়াশায় রাস্তা ঠিকমতো চোখে পড়ছে না। হেড লাইট জ্বালিয়ে চলতে হয়েছে।

তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ্ বলেন,কুয়াশার মতো দেখতে হলেও এটা মুলত বৃষ্টি না হওয়ার কারনে জলীয়বাষ্পের সাথে ধুলিকণা মিশ্রিত রূপ। রাতের শেষ ভাগে এটা আকাশে ঝুলে থাকে। এ জন্য কুয়াশার মতো দেখা যায়, বৃষ্টি হলে এটা থাকবে না।

 

বিডি২৪অনলাইন/সম্রাট হোসাইন/সি/এমকে


মন্তব্য
জেলার খবর