মন্তব্য
পাবনার ভাঙ্গুড়া থানা পুলিশ মাদকসহ এক দম্পতিকে আটক করেছে পুলিশ। শহরের মসজিদ পাড়া মহল্লা থেকে সোমবার (২২ এপ্রিল) বিকালে তাদের আটক করা হয় ।
আটকরা হলো- ওই মহল্লার ফরহাদ আলী (৪০) ও তার স্ত্রী আলো খাতুন (৩৫)। মঙ্গলবার সকালে তাদের পাবনা আদালতে সোপর্দ করে পুলিশ। পরে আদালতের আদেশে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।
পুলিশ বলছে, ওই দম্পতির বাড়িতে বাড়িতে মাদক বিক্রি হচ্ছে- এমন খবরের ভিত্তিতে সেখানে অভিযান চালায় পুলিশ। এ সময় ১০ গ্রাম হেরোইনসহ তাদের আটক করা হয়।
ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হক বলেন, দীর্ঘদিন ধরে তারা এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছে। তাদের বিরুদ্ধে থানায় একাধিক মাদক মামলা রয়েছে। এ ঘটনায় নতুন করে আরেকটি মামলা হয়েছে।
বিডি২৪অনলাইন/মনিরুজ্জামান/সি/এমকে