সোনার দাম কমেছে

নিজস্ব প্রতিবেদক
২৩ এপ্রিল ২০২৪

দেশের বাজারে সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে জুয়েলারি ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এ নিয়ে চলতি মাসে চার বার বাড়ানো ও দুইবার কমানোর হলো সোনার দাম।

মঙ্গলবার (২৩ এপ্রিল) দাম কমানোর ঘোষণার পর ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম দাঁড়িয়েছে লাখ ১৬ হাজার ২৯০ টাকা। নতুন দর ২৩ এপ্রিল বিকাল ৪টা থেকেই কার্যকর হবে।

চলতি মাসের , ১৮ ও ২১ তারিখে সোনার দাম বাড়ানো হয়। মাঝে ২০ এপ্রিল ও পরে ২৩ এপ্রিল সোনার দাম কমানো হয়।

২৩ এপ্রিলের ঘোষণা অনুযায়ী,  প্রতি ভরি সোনার দাম ২১ ক্যারেট লাখ ১০ হাজার ৯৯৫ টাকা, ১৮ ক্যারেট  ৯৫ হাজার ১৪৩ টাকা এবং সনাতন পদ্ধতির ক্ষেত্রে ৭৬ হাজার ৫৮৬ টাকা নির্ধারণ করা হয়। এদিকে সোনার দাম বাড়ানো লেও অপরিবর্তিত রাখা হয়েছে রুপার দাম।

 

বিডি২৪অনলাইন/ই/এমকে

 


মন্তব্য
জেলার খবর