বৃষ্টির জন্য দুই দিন ইসতিসকার নামাজ আদায় হবে

নিজস্ব প্রতিবেদক
২৩ এপ্রিল ২০২৪

তাপপ্রবাহে টানা কয়েকদিন ধরে পুড়ছে দেশে। এ অবস্থায় আল্লাহর রহমত কামনা ও বৃষ্টির জন্য দুই দিন ইসতিসকার নামাজ আদায়ের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

মঙ্গলবার (২৩ এপ্রিল) এক বিবৃতিতে কর্মসূচি ঘোষণা করেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বুধবার বৃহস্পতিবার (২৪ ২৫ এপ্রিল) জামায়াতে ইসলামীর সব সাংগঠনিক শাখার উদ্যোগে সাধারণ মানুষ নিয়ে এ নামাজ আদায় করা হবে।

বিবৃতিতে বলা হয়েছে, উচ্চ তাপমাত্রার কারণে মানুষের দৈনন্দিন কর্মকাণ্ড পরিচালনা অত্যন্ত কষ্টসাধ্য হয়ে পড়েছে। প্রচণ্ড গরম আর অনাবৃষ্টিতে মানুষ, পশু-পাখি জীব-জন্তুর জীবন দুর্বিষহ হয়ে পড়েছে। একমাত্র মহান রাব্বুল আলামীনই আমাদেরকে এহেন পরিস্থিতি থেকে পরিত্রাণ দিতে পারেন।

তাই দেশে বিরাজমান পরিস্থিতি থেকে পরিত্রাণ পেতে মহান আল্লাহ তাআলার অবারিত রহমত তথা বৃষ্টি কামনা করে সালাতুল ইসতিসকার নামাজ করার জন্য ওলামায়ে কেরাম, জামায়াতের সর্বস্তরের নেতাকর্মী দেশবাসী সবার প্রতি উদাত্ত আহ্বান জানানো হয় বিবৃতিতে।

 

বিডি২৪অনলাইন/আরডি/এমকে


মন্তব্য
জেলার খবর