পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় নিহত দুই, আহত চার

পঞ্চগড় প্রতিনিধি
২৪ এপ্রিল ২০২৪

পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় মোছা. নুরজাহান বেগম (৫৫) জাহিদ ইসলাম (২৬) নামের দুইজন নিহত হয়েছেন।আহত হয়েছেন চারজন। বুধবার (২৪ এপ্রিল) জেলার বোদা উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নের কলাপাড়া নামক স্থানে মহাসড়কে দর্ঘটনা ঘটে।

নুরজাহান বোদা পৌরসভার সর্দারপাড়া গ্রামের সাফিরের স্ত্রী জাহিদ একই উপজেলার মাজগ্রাম এলাকার মানিকের ছেলে।

পুলিশ ফায়ার সার্ভিস জানায়, দেবীগঞ্জ থেকে পঞ্চগড়গামী একটি দ্রুতগামী ট্রাক বিপরীতমুখী একটি ট্রলির সংঘর্ষ হয়। এ সময় পথচারী এক নারী গাড়িতে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায়। এছাড়া ট্রলির চালক মারা যায়। আহত হয় দুটি যানবাহনের থাকা চারজন।  স্থানীয়রা তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। বর্তমানে আহতরা চিকিৎসাধীন রয়েছে।

বোদা থানার অফিসার ইনচার্জ মো. মোজাম্মেল হক এ দুর্ঘটনায় দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

বিডি২৪অনলাইন/সম্রাট হোসাইন/সি/এমকে

 


মন্তব্য
জেলার খবর