মন্তব্য
পঞ্চগড়ে বৃষ্টির জন্য বিশেষ নামাজ (সালাতুল ইসতিসকার) আদায় করা হয়েছে। বুধবার (২৪ এপ্রিল) সকালে সদর উপজেলার তালমা ঈদগাহ মাঠে এ নামাজ আদায় করেন স্থানীয় মুসল্লীরা।
তালমা ঈদগাহ মাঠ কমিটির উদ্যোগে এ নামাজে ইমামতি ও দোয়া মোনাজাত পরিচালনা করেন ফটিকছড়ি ধর্মপুর এমদাদ উলুম মাদ্রাসা চট্রগ্রামের শিক্ষা সচিব মুফতি মোহাম্মদ আইয়ুব।
দোয়ায় সারা দেশে অনাবৃষ্টি ও গরম থেকে মুক্তির জন্য মহান আল্লাহর রহমত কামনা করা হয়। নামাজে অংশ নেন- সদর উপজেলার কামাত কাজলদিঘী ইউনিয়নের চেয়ারম্যান তোফায়েল আহমেদ, তালমা ঈদগা মাঠের সভাপতি ও কামাত কাজলদিঘী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো.রফিক, সাধারণ সম্পাদক মো.সাইফুল্লাহ স্থানীয় ওলামা একরাম।
বিডি২৪অনলাইন/সম্রাট হোসাইন/সি/এমকে