বাংলাদেশের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে জিম্বাবুয়ে। ৩ মে সিরিজের প্রথম টি-টোয়েন্টি খেলবে সফরাকারী জিম্বাবুয়ে। এ সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড। ঘোষিত দলে নেতৃত্ব দেবেন সিকান্দার রাজা। আর নতুন মুখ হিসেবে আনা হয়েছে জোনাথন ক্যাম্পবেলকে।
১৫ সদস্য দলে ফিরেছেন তাদিওয়ানশে মারুমানি ও ফারাজ আকরাম। বাকি ক্রিকেটাররা গত জানুয়ারিতে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের শেষ টি-টোয়েন্টি দলে ছিলেন। এদের মধ্যে রয়েছেন অভিজ্ঞ ক্রেইগ আরভিন, শন উইলিয়ামস, পেসার রিচার্ড নাগারভা, ব্লেসিং মুজারাবানি এবং তরুণ ক্লাইভ মাদান্ডে এবং ব্রায়ান বেনেট।
জিম্বাবুয়ে স্কোয়াড- সিকান্দার রাজা (অধিনায়ক), ফারাজ আকরাম, ব্রায়ান বেনেট, রায়ান বার্ল, জোনাথন ক্যাম্পবেল, ক্রেগ আরভিন, জয়লর্ড গাম্বি, লুক জঙ্গুয়ে, ক্লাইভ মাদান্দে, তাদিওয়ানাশে মারুমানি, ওয়েলিংটন মাসাকাদজা, ব্লেসিং মুজারাবানি, এইন্সলি এন্দলোভু, রিচার্ড এনগারাভা ও শন উইলিয়ামস।
বিডি২৪অনলাইন/এস/এমকে