পেছনে নীল জলরাশি, সামনে সাদা বালি। পরনে মনোকিনি । এর মাঝেই সাগরতটে প্লাস্টিক কুড়াচ্ছেন টালিউডের নায়িকা মিমি চক্রবর্তী।
২২ এপ্রিল বিশ্ব ধরিত্রী দিবস ঘিরে এমন দৃশ্য থাকা একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে দিয়েছেন অভিনেত্রী। পুরানো ভিডিও পোস্ট করার উদ্দেশ্যে সমাজ সচেতনতার বার্তা দেওয়া।
সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রী লেখেন, পৃথিবী ভরা প্লাস্টিক, তা-ও আমরা এ দিনটাকে ‘হ্যাপি আর্থ ডে’ বলি। এখনো দেরি হয়ে যায়নি। কিছু সচেতন সিদ্ধান্ত আমাদের এখনো বিপদ থেকে বাঁচাতে পারে।
তিনি আরও লেখেন, প্রকৃতির সঙ্গে আমরা যে অন্যায়, ক্ষতি করেছি তাকে এখনো শুধরে নেওয়া যায়। প্রকৃতি সে সুযোগ দিচ্ছে এখনো।
এদিকে অভিনেত্রীর এ উদ্যোগ সামাজিক যোগযোগ মাধ্যমে এদিকে যেমন প্রশংসিত হয়েছে, তেমননি কটাক্ষেরও শিকার হয়েছেন তিনি। অনেকে বলছেন, এটা তার লোক দেখানো। যদিও নেতিবাচক মন্তব্যের কোনো প্রতিক্রয়া করতে দেখা যায়নি এ অভিনেত্রীকে।
বিডি২৪অনলাইন/ই/এমকে