তৃতীয় দফায় আরও কমলো সোনার দাম

নিজস্ব প্রতিবেদক
২৫ এপ্রিল ২০২৪

দেশের বাজারে বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সোনার দাম আরও কিছুটা কমানোর ঘোষণা দিয়েছে সোনা ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এ নিয়ে মঙ্গলবার থেকে টানা দিন দিনে তৃতীয় দফায় সোনার দাম কমালো সংগঠনটি। সবশেষ কমানো দর অনুযায়ী, ২২ ক্যারেটের সোনার ভরি এক লাখ ১৩ হাজার ৫৬১ টাকা নির্ধারণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বেলা ৩টা ৫০ মিনিট থেকে নতুন দর কার্যকর হবে বলে জানিয়েছে বাজুস। নতুন দরে প্রতি ভরি সোনার দাম ২১ ক্যারেট লাখ হাজার ৪০৫ টাকা, ১৮ ক্যারেট ৯২ হাজার ৯১৫ টাকা আর সনাতন পদ্ধতির ক্ষেত্রে ৭৪ হাজার ৮০১ টাকা নির্ধারণ করা হয়েছে।

বুধবার ঘোষিত দর থেকে বৃহস্পতিবার ঘোষিত দরে প্রতি ভরিতে ২২ ক্যারেটে ৬৩০ টাকা, ২১ ক্যারেটে ৫৯৫ টাকা, ১৮ ক্যারেটে ৫১৪ টাকা আর সনাতন পদ্ধতির ক্ষেত্রে ৪০৮ টাকা কমেছে। এর আগে মঙ্গলবারও সোনার দাম কমিয়েছিল বাজুস।

স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম কমে যাওয়ার পরিপ্রেক্ষিতে  সোনার নতুন দর নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি। এদিকে সোনার দাম কমানো হলেও রূপার দাম অপরিবর্তিত রয়েছে।

 

 

বিডি২৪অনলাইন/ই/এমকে

 


মন্তব্য
জেলার খবর