মন্তব্য
মডেল ও অভিনেত্রী কাইলি জেনারের মেকআপ আর্টিস্ট স্যামুয়েল রাউডা কিছুদিন আগে দুর্ঘটনার মুখে পড়েছিলেন। তার অপারেশন করতে ৬০ হাজার মার্কিন ডলার প্রয়োজন। তা জানিয়েই টুইটারে ভক্তদের কাছে সাহায্যের আবেদন করেছেন কাইলি।
তার এমন পদক্ষেপে অবাক বনে গেছেন অনেকেই। কাইলির মতো একজন বিলিয়নিয়ার ব্যক্তিত্ব নিজের কর্মীর চিকিৎসার জন্য কি টাকা খরচ করতে চাইছেন না? এমনই প্রশ্ন তুলেছেন অনেকেই।