সাতক্ষীরায় ট্রলি ও মোটরসাইকেল সংঘর্ষে বাবা-ছেলে নিহত

সাতক্ষীরা প্রতিনিধি
২৬ এপ্রিল ২০২৪

সাতক্ষীরায় ট্রলিও মোটরসাইকেল সংঘর্ষে বাবা ও ছেলে  নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) রাতে সদর উপজেলার আগঁরদাড়ি মাদ্রাসা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সাতক্ষীরা সদর উপজেলার বৈকারি এলাকার হাফিজুর রহমান (৫৫) তার ছেলে আজিজুর রহমান (২৬)

প্রতক্ষদর্শীর জানায়, হাফিজুর রহামন ঢাকায় ভূমি অফিসে চাকরি করতেন। বৃহস্পতিবার রাতে তিনি বাড়ি আসছিলেন। ঢাকা থেকে সাতক্ষীরা আসার পর শহর থেকে তাকে নিয়ে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন তার ছেলে। পথে আগঁড়দাড়ি মাদ্রাসায়  এলাকায় একটি ট্রলির সঙ্গে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ছিটিকে পড়ে  ঘটনাস্থলেই তারা দুজনই নিহত হন। পরে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিদুল ইসলাম জানান, রাতেই দুর্ঘটনা কবলিত ট্রলি মোটরসাইকেল পুলিশ উদ্ধার করেছে। লাশ  ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

 

বিডি২৪অনলাইন/কিশোর কুমার/সি/এমকে


মন্তব্য
জেলার খবর