পঞ্চগড়ে নদীর পানিতে গোসল করতে নেমে মোছা.আলমি (১২) ও ইশরাত জাহান সিফাত (৯) নামের দুই শিশু ডুবে মারা গেছে। শুক্রবার (২৬ এপ্রিল) দুপুরে সদর উপজেলার অমরখানা এলাকার চাওয়াই নদীতে দুর্ঘটনাটি ঘটে।
আলমি চৈতন্য পাড়া এলাকার আব্দুল আজিজের মেয়ে। ইশরাত জাহান একই গ্রামের সাইফুল ইসলামের মেয়ে। তারা দু‘জনে সম্পর্কে ফুপু ও ভাতিজি।
পুলিশ জানায়, ইশরাতের মাসহ কয়েকজন মহিলা ঘাস কাটতে যায়। তাদের সাথে ছিল কয়েকজন শিশু। এ সময় নদীতে পাথর উত্তোলনের খাদে গোসল করতে নামে আলমি ও ইশরাত। ছোট আরেকজন শিশু উপরে বসে ছিল।
এদিকে সাঁতার না জানায় ইশরাত পানিতে হাবুডুবু খেতে থাকে। সেটা দেখে আলমি তাকে তুলতে গিয়ে দুজনই পানিতে তলিয়ে যায়। দীর্ঘক্ষন তাদেরকে দেখতে না পেয়ে ছোট শিশুটি তার মাকে ডেকে জানায়। পরে স্থানীয়রা অনেক খোঁজাখুঁজির পর মৃত অবস্থায় তাদেরকে উদ্ধার করে।
পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ প্রদীপ কুমার রায় বিষয়টি নিশ্চিত করেন।
বিডি২৪অনলাইন/সম্রাট হোসাইন/সি/এমকে