গ্রীষ্মের প্রচন্ড তাপদাহ ও অনাবৃষ্টি থেকে রক্ষা পেতে নাটোরের গুরুদাসপুরে বিশেষ নামাজ- সালাতুল ইসতিসকার আদায় করা হয়েছে।
শুক্রবার (২৬ এপ্রিল) সকাল ৯টার দিকে বিলচলন শহীদ শামসুজ্জোহা সরকারি কলেজ মাঠে খোলা আকাশের নিচে স্থানীয় দুই শতাধিক মুসল্লী এ নামাজ আদায় করেন।
নামাজ শেষে অনাবৃষ্টি ও প্রচন্ড খরা থেকে রেহাই পেতে মহান আল্লার কাছে বিশেষ মোনাজাত করা হয়েছে। নামাজের ইমামতি ও বিশেষ মোনাজাত পরিচালনা করেন-দারুল উলুম সরদার আব্দুল হামিদ মাদরাসার খতিব হাফেজ মুফতি মৌলানা ইয়াছিন আলী।
খতিব হাফেজ মুফতি মৌলানা ইয়াছিন আলী বলেন, অনাবৃষ্টি, প্রচন্ড তাপপ্রবাহ থেকে বাঁচতে আল্লার রহমতের আশায় ইসতিসকার নামাজে আদায় করা হয়। ‘ইসতিসকা’ আরবি শব্দ যার বাংলা অর্থ পানি প্রার্থনা করা। আজান বা ইকামত ছাড়া জামায়াতের সঙ্গে নফল এ নামাজ আদায় করা হয়।
আয়োজকদের পক্ষে ইমান হাসাইন পিন্টু জানান, প্রচন্ড তাপ প্রবাহ থেকে বাঁচতে আল্লাহর রহমত কামনায় এ বিশেষ নামাজের আযোজন করা হয়েছিলো। এর আগে মাইকিং করে সর্বসাধারণকে নামাজে অংশ গ্রহণের আহবান জানানো হয়।
বিডি২৪অনলাইন/সাজেদুর রহমান সাজ্জাদ/সি/এমকে