মন্তব্য
দক্ষিণ আসানসোল কেন্দ্রে ভোটের প্রচার করছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়নী ঘোষ। জমজমাট প্রচারে হঠাৎ শাড়ির কুচি ধরে দৌড়াতে শুরু করেন এ অভিনেত্রী। সোমবার (২২ মার্চ) সকালে বার্নপুরে নার্সিংবাঁধ এলাকায় এ কাণ্ড ঘটান সায়নী।
বাড়ি বাড়ি গিয়ে প্রচার করছিলেন সায়নী। সেলফি তোলা থেকে শুরু করে ভোট চাওয়া সবই করছিলেন ঠিকমতো। কিন্তু তার গা-ঘেঁষে ভিড় করতে থাকেন অনেকে। তাতেই আপত্তি এ অভিনেত্রীর। নিজেকে রক্ষা করতে শাড়ির কুচি ধরেই দৌড়াতে শুরু করেন তিনি।