আরও কমানো হয়েছে সোনার দাম

নিজস্ব প্রতিবেদক
২৭ এপ্রিল ২০২৪

দেশের বাজারে ক্যারেট অনুযায়ী সোনার দাম শনিবার (২৭ এপ্রিল) আরও কিছুটা কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এতে উৎকৃষ্ট মানের অর্থাৎ ২২ ক্যারেটের সোনার দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ ১২ হাজার ৯৩১ টাকা।

শনিবার (২৭ এপ্রিল) বিকাল সাড়ে ৪টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে। এর আগে গত ২৩-২৫ এপ্রিল তিন দফায় সোনার দাম কমানো হয়।

নতুন মূল্য অনুযায়ী, সোনার ভরি ২১ ক্যারেট এক লাখ হাজার ৭৯৯ টাকা, ১৮ ক্যারেট ৯২ হাজার ৪০২ টাকা আর সনাতন পদ্ধতির ক্ষেত্রে ৭৬ হাজার ৮৪২ টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন দরে আগের তুলনায় ভরি প্রতি ২২ ক্যারেটে ৬৩০ টাকা, ২১ ক্যারেটে ৬০৬ টাকা  ও ১৮ ক্যারেটে ৫১৩ টাকা কমানো হয়েছে।  তবে সনাতন পদ্ধতির ক্ষেত্রে ভরি প্রতি সোনার দাম দুই হাজার ৪১ টাকা বাড়ানো হয়েছে।

নতুন দর নির্ধারণ প্রসঙ্গে বাজুস বলছে, স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে। এদিকে সোনার দাম কমানো হলেও অপরিবর্তিত রাখা হয়েছে রুপার দাম।

 

বিডি২৪অনলাইন/ই/এমকে

 


মন্তব্য
জেলার খবর