শাকিবের পর বুবলির দাদি ভূমিকায় দিলারা জামান

নিজস্ব প্রতিবেদক
২৮ এপ্রিল ২০২৪

একুশে পদক জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী দিলারা জামান। সম্প্রতি রাজকুমারসিনেমায় শাকিব খানের দাদি ভূমিকায় অভিনয় করেছেন তিনি। এবার নতুন সিনেমা   জংলি’-এ জনপ্রিয় নায়িকা  বুবলীর দাদির চরিত্রে তাকে দেখা যাবে এ অভিনেত্রীকে।

এবারের ঈদুল ফিতর উপলক্ষ্যেরাজকুমারসিনেমা মুক্তি পায়। রাজকুমারে দাদি নাতির অনবদ্য রসায়নে দর্শক মুগ্ধ। এ সিনেমায় দিলারা জামানের ছেলের ভূমিকায় অভিনয় করেছেন তারিক আনাম খান।

জানা গেছে, জংলি সিনেমা পরিচালনা করছেন এম রাহিম।  ইতোমধ্যেই সিনেমাটির শুটিং শুরু হয়েছে। রাজধানী ঢাকার মিরপুরে জংলির শুটিংয়ে অংশ নিয়েছেন দিলারা জামান। টানা দুই দিন শুটিংয়ে অংশ নেবেন তিনি।

জংলি সিনেমা প্রসঙ্গে দিলারা জামান গণমাধ্যমকে জানিয়েছেন, এ সিনেমার গল্পটি খুবই ভালো, উপভোগ্য হবে বলে আশা করছি। তার নিজের চরিত্রটিও সুন্দর বলে জানান এ অভিনেত্রী।

 

বিডি২৪অনলাইন/ই/এমকে


মন্তব্য
জেলার খবর