টানা দুই সপ্তাহের মতো হচ্ছে দাবদাহ চলছে। তীব্র গরমে মানুষ কাহিল হয়ে পড়ছেন। খেটে খাওয়া মানুষেরা ভোগান্তিটা বেশি। অস্বস্তির গরমে তাদের কিছুটা স্বস্তি দিতে ব্যক্তি উদ্যোগে বিনামূল্যে এক সঙ্গে স্যালাইন ও বোতলজাত পানি বিতরণ করেছেন শেখ সাখাওয়াত হোসেন। আর এগুলো বিতরণকালে পান করিয়েছেন লেবু মিশ্রিত ঠান্ডা শরবত।
সাখাওয়াত হোসেন ভাঙ্গুড়া উপজেলা আনসার কোম্পানি কমান্ডার। তার বাড়ি পৌর শহরের মাস্টার পাড়া মহল্লায়। শনিবার(২৭ এপ্রিল) দুপুরে শহরের শরৎনগর বাজার এলাকায় তাকে এমন জনকল্যানকর কাজ করতে দেখে গেছে।
সাখাওয়াত হোসেন যে এবারই অসহায় ও খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়িয়েছেন, এমনটা নয়। এর আগে দরিদ্র কৃষকের জমির পাকা ধান কেটে বাড়ি পৌঁছে দিয়েছেন তিনি। আনসার বাহিনীতে যোগদানের পর থেকেই তাকে জনহিতকর বিভিন্ন কাজে সম্পৃক্ত থাকতে দেখেছেন এলাকাবাসী। এলাকায় মানবিক আনসার কমান্ডার হিসেবে পরিচিতি রয়েছে তার।
শেখ সাখাওয়াত হোসেন বলেন, আনসার সদস্যরা সব সময় দেশ ও মানুষের কল্যাণে কাজ করে থাকেন। তীব্র গরমে খেটে খাওয়া মানুষকে কিছুটা হলেও স্বস্তি দিতেই এ উদ্যোগ। উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মমতাজ মহল-জনহিতকর এমন কাজে সম্পৃক্ত রাখায় সাখাওয়াতের ভূয়সী প্রশংসা করেন।
বিডি২৪অনলাইন/মনিরুজ্জামান/সি/এমকে