পদ্মার পানিতে ডুবে এক শিক্ষার্থীর মৃত্যু, নিখোঁজ-১

রাজশাহী প্রতিনিধি
২৮ এপ্রিল ২০২৪

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় পদ্মা নদীর পানিতে ডুবে উসমান আলী (১৩) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।  এছাড়া মুহাম্মদ সাইফ (১৫) নামে এক শিক্ষার্থী নিখোঁজ রয়েছে। তারা আল ইসলাহ ইসলামী একাডেমীর শিক্ষার্থী।

রোববার (২৮ এপ্রিল) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার মহিশালবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে সাইফকে উদ্ধারের কাজ করছে ফায়ার সার্ভিসের ডুবুরিরা।

স্থানীয় সূত্রে জানা যায়, আল ইসলাহ ইসলামী একাডেমীর পাঁচ শিক্ষার্থী স্কুল থেকে বাড়ি না ফিরে পদ্মা নদীতে গোসল করতে যায়। নদীতে বালু উত্তোলন করায় সৃষ্ট গর্তে পড়ে তাদের মধ্যে দু’জন ডুবে যায়। এদের একজন উসমান, অপরজন সাইফ। অপর তিনজন তাদের ডুবে যাওয়া দেখে কান্নাকাটি শুরু করে দেয়। এটা দেখে স্থানীয় এক চা ব্যবসায়ী উসমানকে মৃত অবস্থায় উদ্ধার করেন।

রাজশাহী সদর ফায়ার সার্ভিসের ডুবুরি লিডার আব্দুর রাজ্জাক জানান, একজনের মরদেহ উদ্ধার করেছেন স্থানীয়রা। আরেকজন নিখোঁজ রয়েছে। তাকে উদ্ধারে ডুবুরিরা কাজ করছে।


মন্তব্য
জেলার খবর