তাপপ্রবাহের কারণে ঘোষিত ও সাপ্তাহিক ছুটির পর রোববার (২৮ এপ্রিল) খুলেছে শিক্ষা প্রতিষ্ঠান। এদিনে পাবনার আটঘরিয়া উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের উপস্থিতি ছিল একেবারেই কম। অভিভাবকদের মতে, আরও কয়েকদিন স্কুল ছুটি থাকলে ভালো হতো।
শিক্ষক ও শিক্ষার্থীরা জানায়, ছুটি কাটিয়ে প্রচন্ড গরম উপেক্ষা করে যেসব শিক্ষার্থী স্কুলে এসেছে, তারাও হাঁসফাঁস অবস্থার মধ্যে ছিল। টিনশেড শ্রেণী কক্ষে তাপদাহে ক্লাস করা কঠিন হয়ে যাচ্ছে। ঘেমে প্যান্ট, শার্ট ভিজে যাচ্ছে। গরমের সঙ্গে ভোগান্তি বাড়িয়েছে ঘন ঘন লোডশেডিং। তাছাড়া শিক্ষা প্রতিষ্ঠানে আসা ও যাওয়ার সময় কাঠ ফাটা রোদে নাস্তানাবুদ হতে হয়েছে তাদের। তাপদেহের কারণে অনেক স্কুলের শিক্ষার্থীদের বেলা একটার পরে চলে যেতে দেখা গেছে।
পারখিদিরপুর মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক মো. রজব আলী বলেন, এ তাপদাহের মধ্যে স্কুল খুলেছে। আর কয়েকটা দিন স্কুল বন্ধ থাকলে ভালো হতো। প্রধান শিক্ষক মো. আফতাব হোসেন বলেন, ছাত্রছাত্রীদের ছাতা, পানির বোতল নিয়ে স্কুলে আসতে বলেছি। বিদ্যালয়ে পর্যাপ্ত পানির ব্যবস্থাও রাখা হয়েছে।
বিডি২৪অনলাইন/এএইচ/সি/এমকে