মিতু কাটাখালী পৌরসভায় প্রথম নারী মেয়র

রাজশাহী প্রতিনিধি
২৮ এপ্রিল ২০২৪

রাজশাহীর কাটাখালী পৌরসভায় প্রথম নারী মেয়র হিসেবে নির্বাচিত হয়েছেন  রাবেয়া সুলতানা মিতু। রোববার (২৮ এপ্রিল) এ পৌরসভার উপনির্বাচনে এ গৌরব অর্জন করেন তিনি।

ভোট শেষে বিকালে আঞ্চলিক নির্বাচন অফিসারের কার্যালয়ের সম্মেলন কক্ষে মিতুকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার আজাদুল হেলাল।

ফলাফল অনুযায়ী, হ্যাঙ্গার প্রতীকে মিতু পেয়েছেন ভোট হাজার ৩০৮।  তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পৌর আওয়ামী লীগের সভাপতি আবু শামা নারিকেল গাছ প্রতীকে ভোট পেয়েছেন ৩৪৮৭টি।

মিতু এ পৌরসভারই সদ্য বরখাস্তকৃত মেয়র আব্বাস আলীর সহধর্মিনী।  আব্বাস আলীকে বরখাস্ত করার পর এ পৌরসভার মেয়রের পদ ফাঁকা হয়। এরপর উপনির্বাচন দেয় নির্বাচন কমিশন।

উপনির্বাচনে মেয়র পদে মোট ৫ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ করা হয়।

এ পৌরসভায় মোট ২৩ হাজার ৫৪১ জন ভোটারের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেছেন ১৫ হাজার ৬৫০ জন। রিটার্নিং অফিসার জানান, পৌরসভার নয়টি ওয়ার্ডের  ৬২টি কেন্দ্রে ইভিএম পদ্ধতিতে শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন হয়। নির্বাচনে জন ম্যাজিস্ট্রেট, তিন প্লাটুন বিজিবি এবং র‌্যাব, পুলিশ আনসারসহ বিপুল সংখ্যক আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী মাঠে ছিলেন।

 

বিডি২৪অনলাইন/মানিক হোসেন/সি/এমকে


মন্তব্য
জেলার খবর