রাজশাহীর কাটাখালী পৌরসভায় প্রথম নারী মেয়র হিসেবে নির্বাচিত হয়েছেন রাবেয়া সুলতানা মিতু। রোববার (২৮ এপ্রিল) এ পৌরসভার উপনির্বাচনে এ গৌরব অর্জন করেন তিনি।
ভোট শেষে বিকালে আঞ্চলিক নির্বাচন অফিসারের কার্যালয়ের সম্মেলন কক্ষে মিতুকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার আজাদুল হেলাল।
ফলাফল অনুযায়ী, হ্যাঙ্গার প্রতীকে মিতু পেয়েছেন ভোট ৬ হাজার ৩০৮। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পৌর আওয়ামী লীগের সভাপতি আবু শামা নারিকেল গাছ প্রতীকে ভোট পেয়েছেন ৩৪৮৭টি।
মিতু এ পৌরসভারই সদ্য বরখাস্তকৃত মেয়র আব্বাস আলীর সহধর্মিনী। আব্বাস আলীকে বরখাস্ত করার পর এ পৌরসভার মেয়রের পদ ফাঁকা হয়। এরপর উপনির্বাচন দেয় নির্বাচন কমিশন।
উপনির্বাচনে মেয়র পদে মোট ৫ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ করা হয়।
এ পৌরসভায় মোট ২৩ হাজার ৫৪১ জন ভোটারের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেছেন ১৫ হাজার ৬৫০ জন। রিটার্নিং অফিসার জানান, পৌরসভার নয়টি ওয়ার্ডের ৬২টি কেন্দ্রে ইভিএম পদ্ধতিতে শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন হয়। নির্বাচনে ৯ জন ম্যাজিস্ট্রেট, তিন প্লাটুন বিজিবি এবং র্যাব, পুলিশ ও আনসারসহ বিপুল সংখ্যক আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী মাঠে ছিলেন।
বিডি২৪অনলাইন/মানিক হোসেন/সি/এমকে