প্রথম তিন ম্যাচের জন্য টাইগারদের দল ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
২৯ এপ্রিল ২০২৪

সফররত জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। এ সিরিজের প্রথম তিন ম্যাচের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ঘোষিত দলে নাম নেই টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান এবং আইপিএল খেলা মোস্তাফিজুর রহমানের, তাদেরকে বিশ্রাম দেওয়া হয়েছে।

এদিকে ঘোষিত দলে নতুন মুখ হিসেবে থাকছেন তানজিদ হাসান তামিম। আর ১৮ মাস পরে দলে ফিরেছেন মোহাম্মদ সাইফউদ্দিন, ইনজুরির কারণে এতদিন দলের বাইরে ছিলেন পেসার।

সিরিজে প্রথম তিন ম্যাচ হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। আর বাকি দুটি ম্যাচ হবে ঢাকার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

প্রথম তিন ম্যাচে বাংলাদেশ স্কোয়াড- নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন কুমার দাস, তানজিদ হাসান তামিম, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, শেখ মাহেদী হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, পারভেজ হোসেন ইমন, তানভীর ইসলাম, তানজিম হাসান তমিম এবং মোহাম্মদ সাইফউদ্দিন।

 

বিডি২৪অনলাইন/এস/এমকে


মন্তব্য
জেলার খবর