দেশের বাজারে সোনার দাম আবারও কমানোর কথা জানিয়েছে জুয়েলারি ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন দরে উৎকৃষ্ট মানের অর্থাৎ ২২ ক্যারেটের সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ১১ হাজার ৪৬১ টাকা। নতুন দর সোমবার (২৯ এপ্রিল) বিকাল ৪টা থেকে কার্যকর হয়েছে। এ নিয়ে ২৩ এপ্রিলের পর থেকে এখন পর্যন্ত টানা ছয় দফা সোনার দাম কমালো সংগঠনটি।
নতুন মূল্য অনুযায়ী, প্রতি ভরি সোনার দাম ২১ ক্যারেট ১ লাখ ৬ হাজার ৩৯৯ টাকা, ১৮ ক্যারেট ৯১ হাজার ২০১ টাকা আর সনাতন পদ্ধতির ক্ষেত্রে ৭৫ হাজার ৮৩৯ টাকা নির্ধারণ করা হয়েছে।
সোনার দাম ভরি প্রতি ২২ ক্যারেটে ১ হাজার ১৫৫ টাকা, ২১ ক্যারেটে ১ হাজার ৯৬ টাকা, ১৮ ক্যারেটে ৯৪৫ টাকা আর সনাতন পদ্ধতির ক্ষেত্রে ৭৯৩ টাকা কমানো হয়েছে।
দাম কমানোর বিষয়ে বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম কমেছে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
এর আগে ২৩, ২৪, ২৫, ২৭ ও ২৮ এপ্রিল সোনার দাম কমায় বাজুস। তার আগে গত ৬, ৮ ও ১৮ এপ্রিল সোনার দাম বাড়িয়েছিল বাজুস।
বিডি২৪অনলাইন/ই/এমকে