শিক্ষক দম্পতির বাড়িতে আগুন, ক্ষতি ২৫ লাখ টাকা

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি
২৯ এপ্রিল ২০২৪

পাবনার ভাঙ্গুড়ায় এক শিক্ষক দম্পতির বাড়িতে অগ্নিদুর্ঘটনা ঘটেছে। ক্ষতিগ্রস্ত পরিবারের হিসাবে, এতে নগদ লক্ষাধিক টাকা আসবাবপত্রসহ প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে তাদের। সোমবার (২৯ এপ্রিল) দুপুরে ছোটবিশাকোল গ্রামে দুর্ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত দম্পতি হলেন পৌরসভার শরৎনগর সিনিয়র ফাযিল মাদরাসার ক্রীড়া শিক্ষক আব্দুল হামিদ   উপজেলার ছোটবিশাকোল উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা সেলিনা বানু।

বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করছে ফায়ার সার্ভিস।  স্থানীয়রা জানান, শিক্ষক আব্দুল হামিদ সেলিনা বানুর বাড়িতে আগুন দেখতে পেয়ে গ্রামের লোকজন ছুটে এসে আগুন নেভানোর প্রচেষ্টা চালায়। কিন্তু আগুন নিয়ন্ত্রণে আসার আগেই বাড়িতে থাকা ঘরের পাঁচটি কক্ষের সমস্ত কিছুই পুড়ে যায়। ঘটনার সময় ওই শিক্ষক দম্পতি তাদের কর্মস্থলে ছিলেন। দুঃসংবাদ পেয়ে বাড়ি ফেরার পর থেকেই তারা অসুস্থ হয়ে পড়েন।

ওদিকে জনপ্রতিনিধি হিসেবে ঘটনাস্থলে গিয়েছিলেন অষ্টমনিষা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সুলতানা জাহান  বকুল। তিনি বলেন, আগুনে পরিবারটির বহু টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

 

বিডি২৪অনলাইন/মনিরুজ্জামান/সি/এমকে


মন্তব্য
জেলার খবর