আটঘরিয়ায় শ্রেষ্ঠ প্রধান শিক্ষক আফতাব হোসেন

আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি
২৯ এপ্রিল ২০২৪

পাবনার আটঘরিয়ার পারখিদিরপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আফতাব হোসেন উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন। একই সঙ্গে তার বিদ্যালয়কে উপজেলার শ্রেষ্ঠ স্কুল নির্বাচিত করা হয়েছে।

জাতীয় শিক্ষা সপ্তাহে এ গৌরব অর্জন করেন আফতাম হোসেন ও তার বিদ্যালয়।  শিক্ষার মান নিশ্চিতকরণ শিক্ষা ক্ষেত্রে বহুমুখী অবদান রাখার স্বীকৃতি স্বরূপ তাকে শ্রেষ্ঠ নির্বাচিত করেন উপজেলা পর্যায়ে জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপন কমিটি।

মো. আফতাব হোসেন ১৯৯২ সালের নভেম্বর মাসে চাটমোহর উপজেলার মূলগ্রাম ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক (ইংরেজি) হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ২০১২ সালে পারখিদিরপুর মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদে যোগদান করেন। তিনি ওই বিদ্যালয়েরই ছাত্র ছিলেন।

মো. আফতাব হোসেন ১৯৬৯ সালে আটঘরিয়া উপজেলার মাজপাড়া ইউনিয়নের নাদুড়িয়া গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা নাম মরহুম হুজুর আলী প্রাং, মায়ের নাম মরহুম ছবিরন নেছা। ব্যক্তি জীবনে তিনি এক মেয়ের জনক।

 

বিডি২৪অনলাইন/এএইচ/সি/এমকে


মন্তব্য
জেলার খবর