সাতক্ষীরায় হিটস্ট্রোকে স্কুলশিক্ষকের মৃত্যু

সাতক্ষীরা প্রতিনিধি
৩০ এপ্রিল ২০২৪

সাতক্ষীরায় হিটস্ট্রোকে আক্রান্ত ফারুক হোসেন নামের এক স্কুলশিক্ষক মারা গেছেন। মঙ্গলবার (৩০ এপ্রিল) সকালে খুলনা সিটি মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন মৃত্যু হয় তার। এর আগে সোমবার সকালে তিনি তার কর্মস্থলে ক্লাস চলাকালে অসুস্থ হয়ে পড়েন।

ফারুক হোসেন সাতক্ষীরা শহরের নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের সহকারি শিক্ষক ছিলেন।

নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের ফারুক হোসেনের সহকর্মী শিক্ষক নাজমুন লায়লা জানান, ক্লাস চলাকালে ফারুক হোসেন হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানকার মেডিসিন বিভাগের প্রধান ডা. কাজী আরিফ তাকে দেখার পর জানান, প্রচন্ড গরমের কারণে হিটস্ট্রোকে আক্রান্ত হয়েছেন তিনি। পরবর্তীতে অবস্থার অবনতি হলে তাকে খুলনা সিটি মেডিকেলে ভর্তি করা হয়।

 

বিডি২৪অনলাইন/কিশোর কুমার/সি/এমকে


মন্তব্য
জেলার খবর