পঞ্চগড়ে দুই কৃষকের গরু চুরি

পঞ্চগড় প্রতিনিধি
৩০ এপ্রিল ২০২৪

পঞ্চগড় সদর উপজেলার কেচেরাপাড়া গ্রামের দুই কৃষকের ২টি গরু চুরি হয়েছে। গরু দুটির আনুমানিক মূল্য লক্ষাধিক টাকা। সোমবার দিনগত রাতে এঘটনা ঘটে। ভুক্তভোগীরা হলেন ওই গ্রামের কৃষক কামাল উদ্দিন ও মো. বাবুর। এদিকে এ ঘটনায় চুরি আতংক বিরাজ করছে ওই এলাকায়।

বাবুর পরিবার জানায়, সোমবার সন্ধ্যায় গোয়াল ঘরে গরু ঢুকানো হয়। মঙ্গলবার সকালে ঘুম থেকে উঠে দেখা গেছে, ঘরে গরু নেই। চুরি হয়ে গেছে। চুরি হয়ে যাওয়া গরুটির আনুমানিক মূল্য ষাট হাজার টাকা।

অপরদিকে কামালের পরিবার জানায়, সোমবার সন্ধ্যায় গোয়াল ঘরে গরু ঢুকিয়ে দিয়ে তালা দেই। পাশের রুমে একজন ঘুমিয়েছিল। সকাল বেলা উঠে দেখেন- গরু নেই। দরজার তালা ভাঙা। পাশের রুমের দরজাটি বাইরে থেকে আটকিয়ে দিয়ে যায় চোর। চুরি হয়ে যাওয়া গরুটির আনুমানিক মূল্য ৫৫ হাজার টাকা।

পঞ্চগড় সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল ইমরান খান দুইটি গরু চুরি হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

 

বিডি২৪অনলাইন/সম্রাট হোসাইন/সি/এমকে


মন্তব্য
জেলার খবর